হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
পাহাড় ধসে পিতা ও শিশু কন্যার মুত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ১৪ জুন বুধবার রাত ২টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং মডেল ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাহাড় ধসে নিহতরা হলেন আমির হোসেনের পুত্র মোঃ সেলিম (৪২) এবং তাঁর শিশু কন্যা কিশোমণি (৩)। স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো পরিবারের সকলে ঘুমিয়েছিল। হঠাৎ রাত ২টার দিকে বিকট শব্দে পাহাড় ধসে মাটি চাপা পড়ে। প্রতিবেশী লোকজন এসে দ্রুত উদ্ধার কাজে নেমে পড়লেও ঘটনাস্থলে পাহাড় ধসে মাটি চাপা পড়ে পিতা ও শিশু কন্যার মুত্যু ঘটে। হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ নুর আহমদ আনোয়ারী সকালে দুর্গম ঘটনাস্থল থেকেই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, সারা রাত টেকনাফ উপজেলার সর্বত্র বজ্রসহ মুষলধারে বৃষ্টি হয়েছে।
হোয়াইক্যং সাতঘরিয়াপাড়ায় পাহাড় ধ্বসে বাপ-মেয়ে নিহত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।