এইচ এম রিয়াজ :
পেকুয়া উপজেলার বারবাকিয়া-রাজাখালী সড়কে রাতের বেলায় টমটম গাড়ি থামিয়ে ডাকাতি করে স্থানীয় পাঁচ-ছয় জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল। এসময় ডাকাতদের তাড়া করতে আসা ইদ্রিছ নামের একজনকে মারধর করে চালক ও যাত্রিদের কাছ থেকে কয়েকটি মোবাইল ও নগদ টাকাসহ জিনিসপত্রও ছিনিয়ে নিয়েছে।
আহত চালকের বাড়ি পেকুয়া সদরের মইয়্যাদিয়া এলাকায়। স্থানীযরা তাকে উদ্ধার করে নোয়াখালীপাড়া ব্রীজ এলাকার ডাঃ গৌতম কুমারের চেম্বারে প্রাথমিক চিকিৎসা করে পরে পেকুয়া সরকারি হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে। আহত ইদ্রিছ নামের অপরজনের এর বাড়ি নোয়াখালীপাড়ায়। ওই গাড়িতে যাত্রি ছিল ৩ জন। তারা সবাই পেকুয়া বাজার থেকে রাজাখালী যাচ্ছিল।
ঘটনাটি সংঘটিত হয় গতকাল ১৩ জুন রাত ১১ টার দিকে বারবাকিয়া ফাঁশিয়াখালী নোয়াখালীপাড়া (আংশিক) মাস্টার জামালের বাড়ির পাশে।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য (৬নং) ছরওয়ার আলম বলেন, আমি খবর পেয়ে এলাকার আরো বেশ কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ডাকাত জুনায়েদ কে পুলিশে সোপর্দ করার কথা বলি তখন তার এলাকার লোকজন আমাদের উপর হামলার চেষ্টা চালায়। পরে আমি পেকুয়া থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি।