সংবাদ বিজ্ঞপ্তি
লিবারেল ইয়ুথ এসোশিয়েশন এর উদ্যেগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের এক আবাসিক হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট মুক্তিযুদ্ধা কামাল হোসেন চৌধুরী।
সংগঠনের সভাপতি মো: নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও হাফেজ মো: নুরুদ্দীন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বলেন, মহৎ চিন্তা নিয়ে কিছু যুকক সমাজের অসহায় মানুষ ও সুবিধা বঞ্চিতদের পাশে দাড়াঁনোর জন্য লিবারেল ইয়ুথ এসোশিয়েশন যে কাজ করছে তা প্রশংসার দাবীদার। সংগঠনটির অগ্রযাত্রার জন্য তিনি দোয়া করেন। এসময় প্রদান অতিথি তাদের অফিসের জন্য জাগয়া ও একটি অফিস ঘরের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
সভায় রমাজানের বিভিন্ন তাৎপর্য নিয়ে আলোচনা করনে বিশিষ্ট আলেম হাফেজ আব্দুল হক। বক্তব্য রাখেন বিশিষ্টি সমাজ সেবক ও সংগঠনের উপদেষ্টা সায়েম চৌধুরী। উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক রাকিম মোহাম্মদ, মোহাম্মদ সিকান্দার প্রমুখ। এতে সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।