প্রেস বিজ্ঞপ্তি:

ঐতিহাসিক বদর দিবস ও পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে কক্সবাজার সাহিত্য অঙ্গনের অন্যতম সংগঠন কক্সবাজার সাহিত্য পরিষদ। পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সংগঠক সাংবাদিক হুমায়ুন কবির সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিষদের অন্যতম উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী। বিশেষ অতিথি ছিলেন, সিটিএন সম্পাদক ও প্রকাশক সরওয়ার আলম। পরিষদের সেক্রেটারি ইসলাম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, সহ-সেক্রেটারি মাহবুবুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ঐতিহাসিক বদর দিবস থেকে আমাদের ন্যায় প্রতিষ্ঠা ও সৎ সাহসিকতার শিক্ষা নিয়ে সাহিত্য চর্চার সুস্থ ধারা চলমান রাখতে হবে। শুধু লিখলে হবেনা আমাদের যথেষ্ট পরিমাণে অধ্যায়ন করতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ, জাতীয় কবি নজরুল, পল্লী কবি জসিম উদ্দিন, বন্দে আলী মিয়া, ফররুখসহ বর্তমান সময়ের আলোকিত কবি আল মাহমুদ সহ বিভিন্ন কবি ও লেখকদের জীবনীসহ কবিতা, গল্পসহ বিভিন্ন সাহিত্যকর্ম সম্পর্কে আমাদের জানতে হবে। সে আলোকে আমাদের নতুন প্রজন্মের কাছে সৃষ্টিশীল কিছু তুলে ধরতে হবে। তবেই আমাদের লিখা স্বার্থক হবে।

সভাপতির বক্তব্যে হুমায়ুন কবির সিকদার বলেন, বদর যুদ্ধে হযরত মুহাম্মদ সাঃ এর নেতৃত্বে মাত্র ৩১৩ জন সৈন্য নিয়ে সহস্রাধিক শত্রুর মোকাবেলায় শত্রুদের পরাজিত করে ইসলামের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়। সেই বিজয়ের ডাকে আজও বহমান দ্বীন ইসলামের প্রচার ও প্রসার। ইসলামের মূল ভাব ধারায় সুস্থ ও সুন্দর সাহিত্য চর্চায় সাহিত্য পরিষদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিষদের সহ-সেক্রেটারি মাহবুবুল হক, হাকিম আলী, মিছবাহ উদ্দিন বাহাদুর ও জসিম উদ্দিন। পবিত্র মাহে রমজানের স্বরচিত কবিতা আবৃত্তি করেন সেক্রেটারি মাহবুবুল হক।