আবুল আলী, টেকনাফ:
টেকনাফ পৌরসভার বড় বাজারের ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে চারটার পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি তুষার আহমদের নেতৃতে এ অভিযান চালানো হয়।
অভিয়ানের সহযোগিতা করেন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমদ জানান, অভিযানকালে অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ মালামাল মজুদ রাখার দায়ে স্ব স্ব মালিকপক্ষকে জরিমানা করা হয়। তার মধ্যে একটি মুদির দোকানে ২ হাজার, একটি মুরগির দোকানে ২ হাজার ও তিনটি ওষুধের দোকানের প্রত্যেককে ১০ হাজার করে সবমোট ৩৪ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।