শাহেদ মিজান, সিবিএন:
মহেশখালীর বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ার চরে ভেসে এসেছে এক ব্যক্তির লাশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে লাশটি ভেসে আসে। স্থানীয়রা লাশটি উদ্ধার করে চরে তোলে রেখেছে। স্থানীয় মেম্বার কাজল আকতার এই তথ্য জানান।
তিনি জানান, জোয়ারের পানির সাথে লাশটি ভেসে আসে। লোকজন দেখতে পেয়ে তাকে খবর দেয়। পরে লাশটি কূলে তোলে রেখে পুলিশকে খবর দেয়া হয়েছে। লাশের শরীরে একটি সাদা হাত লম্বা শার্ট রয়েছে। চুলগুলো লাল। ধারণা করা হচ্ছে কক্সবাজার উপকূলের নিখোঁজ দু’জেলে মধ্যে একজনের লাশ হতে পারে এটি ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, লাশ ভেসে আসার খবরটি তিনি এখনো পাননি। এ ব্যাপারে খোঁজ নিচ্ছেন তিনি।