ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার সদর উপজেলা গেইট এলাকায় অসময়ে চলছে রাস্তা খুঁড়ে কালভার্ট নির্মাণের কাজ। ইতোমধ্যে শুরু হয়েছে টানা বর্ষণ। বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। এ মন সময়ে রাস্তা খুঁড়ে কাজের কারণে যান চলাচলে মারাত্নক প্রভাব পড়েছে। স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারছে না। সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। দুর্ভোগ বাড়ছে পথচারীদের। বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি জমে রাস্তা চলাচল অযোগ্য হয়ে পড়ছে। সড়ক ও জনপদ বিভাগ কাজটি করছে। সংশ্লিষ্ট বিভাগকে দুষছেন স্থানীয়রা।
উপজেলা বাজার গেইট এলাকার এক ব্যবসায়ী জানান, পুরোপুরি শুস্ক মৌসুমে রাস্তা না খুঁড়ে বৃষ্টির সময় এই কাজে হাত দেওয়া উচিত হয়নি। এতে পুরো নির্মাণ কাজের টাকাই জলে যাওয়ার আশংকা রয়েছে।
কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, পাহাড় কাটা বন্ধ না হওয়ায় বৃষ্টি হলেই উপজেলা গেইট এলাকায় প্রচুর পানি ও কাঁদামাটি জমে যায়। এতে বর্ষা মৌসুমে চরম ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। এই সমস্যা নিরসনের জন্য আশপাশের এলাকায় পাহাড় কাটা বন্ধ করা জরুরী। অবশ্য তিনি আগামী এক সপ্তাহের মধ্যে কালভার্ট নির্মাণের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।