শাহীনশাহ, টেকনাফ:

টেকনাফে র‌্যাব অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ১২ জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে র‌্যাবের একটি দল হোয়াইক্যং ইউনিয়নের কান্জরপাড়া এলাকায় মাদক ব্যবাসায়ীর ইয়াবা বিকিকিনির সময় অভিযান চালিয়ে তাকে আটক করে । ধৃত ব্যবসায়ী স্থানীয় পেঠান বকসুর ছেলে মোঃ জাফর আলম (৪৫) ।
কক্সবাজার র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই আসামীর হাতে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাসী করে ২৯,৯৫০ (উনত্রিশ হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সহ ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন চলছে বলেও জানান তিনি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন খান জানান, ওই বিষয়ে কোন এজাহার এখনো পাওয়া যায়নি।