শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঐতিহ্যবাহী হাজী এম এ কলাম ডিগ্রী কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হয়েছে। দ্বিবার্ষিক নির্বাচনে বাংলা বিভাগের অধ্যাপক শাহ আলম (১৪ ভোট) পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্ধি অধ্যাপক হুমায়ন কবির পেয়েছেন ১১ ভোট। গত ১০জুন কলেজ মিলনায়তনে অনুষ্টিত নির্বাচনে ২৭জনের মধ্যে ২৫জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলাম।
বিজয়ী সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম বলেন- ‘‘আগে নির্বাচিত না হয়েও শিক্ষকদের কল্যানে কাজ করার চেষ্টা করেছি। এখন নির্বাচিত হয়ে আরো বেশি কাজ করার সুযোগ পেয়েছি। ইনশাল্লাহ শিক্ষকদের কল্যানেই সর্বদা কাজ করে যাব”। এছাড়া তাঁকে নির্বাচিত করায় শিক্ষক-শিক্ষিকাসহ অধ্যক্ষ-উপাধক্ষ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য অধ্যাপক শাহ আলম ১৯৯৯ সাল থেকে অত্র কলেজে অধ্যাপনায় নিয়োজিত আছেন ।
নাইক্ষ্যংছড়ি এম এ কালাম কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন সম্পন্ন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।