প্রেস বিজ্ঞপ্তি:
ইসলামী ছাত্রশিবির চকরিয়া শহর শাখার উদ্যোগে উপশাখা দায়িত্বশীল শিক্ষা বৈঠক এবং পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল রবিবার সম্পন্ন হয়েছে। চকরিয়া শহর ছাত্রশিবিরের সভাপতি আসহাব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সভাপতি আজিজুর রহমান। তিনি বলেন, আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দরভাবে পরিচালনায় মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী উপজেলা দক্ষিণের আমীর মুহাম্মদ মোজাম্মেল হক, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী ও ইসলামী ছাত্রশিবির চকরিয়া উপজেলা উত্তরের সভাপতি ইব্রাহিম রাসেল। এসময় ছাত্রনেতা বোরহান উদ্দিন, আবু তালহাসহ শহর ও ওয়ার্ড শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।