পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া বেড়িবাঁধ ভেঙ্গে সাগরের জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে তিনটি গ্রাম।
রবিবার (১১জুন) দিনগত রাত ১টা থেকে বেড়িবাঁধ ভেঙ্গে ইউনিয়নের কাক পাড়া, ডলইন্যা পাড়া ও কালার পাড়া গ্রামে সাগরের পানি প্রবেশ করতে থাকে। গ্রামের বাসিন্দারা রাতেই অন্যত্রে সরে যেতে শুরু করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বঙ্গোপসাগরে নিম্ন চাপের দরূন বয়ে যাওয়া দমকা ঝড়ো হাওয়ার কারণে জোয়ারের পানির গতি বৃদ্ধি পেয়ে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আছড়ে পড়তে থাকলে বেড়িবাঁধে ভাঙ্গন শুরু হয়।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম বলেন, কাক পাড়া এলাকার বদি আলম সওদাগরের বাড়ী হতে মোজাফফ আহমদের বাড়ী পর্যন্ত আনুমানিক ৬চেইন বেড়িবাঁধ ভেঙে এ প্লাবনের সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, সরকারী বরাদ্দ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট ঠিকাদার এই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার না করায় মৌসুমের শুরুতেই তা ভেঙে পড়েছে।
পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বলেন, উপকূলবাসীর কষ্ট লাঘবে দ্রুত বেড়িবাঁধ সংস্কার জরুরী। নয়তো জোয়ারভাটায় ভাসতে হবে সাগর উপকূলের লক্ষাধিক মানুষের।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।