এস. এম. তারেক :
কক্সবাজার সদরের ভারুয়াখালী দারুল উলুম দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী মুনতাহিনা ফেরদৌস আছমাকে (১৩) ১ মাস ৭ দিন পর অপরহরণকারী চক্রের কবল থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনায় জড়িত ৩ ব্যক্তিকেও আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো ভারুয়াখালী ইউনিয়নের ননা মিয়া পাড়া গ্রামের মৃত তৈয়ম গোলালের পুত্র জাফর আলম (৫০), জাফর আলমের ছেলে এমরান (২২) এবং একই ঠিকানাধীন মোক্তার আহমদের পুত্র আবদুল মালেক (৪০)।
কক্সবাজার সদর মডেল থানার নবাগত অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলমসহ সঙ্গীয় ফোর্সগণ ১১ জুন শনিবার রাত ১ টা’র দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়নের সাবেক পাড়ার জনৈক ব্যক্তির বাড়ীতে অভিযান চালিয়ে অপহৃত আছমাকে উদ্ধার করে এবং উল্লেখিতদের আটক করা হয়। উদ্ধার হওয়া মাদ্রাসা ছাত্রী আছমাকে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়। সুত্রে প্রকাশ, চলতি সালের ৭ মে সকাল সাড়ে ৭টা’র দিকে বাড়ী থেকে মাদ্রাসায় যাওয়ার পথে ওয়াপদার বেড়িবাধ সংলগ্ন এলাকা থেকে ভারুয়াখালী ইউনিয়নের ননামিয়াপাড়ার মালেয়শিয়া প্রবাসী অলি আহমদের কন্যা এবং ভারুয়াখালী দারুল উলুম দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী মুনতাহিনা ফেরদৌস আছমাকে আটককৃতরা জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে নিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও মেয়ের সন্ধান না পাওয়ায় ঘটনার ১৯ দিন পর আছমা’র মা কুলচুমা বেগম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় আটককৃতদেরদেরসহ অজ্ঞাতনামা আরো ১ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রজু করেন। কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১০৪ ( তারিখ-২৫/৫/২০১৭ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০০৩) এর ৭/৩০)। মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলম। তিনি জানান, অপহরণকারী চক্রটি বারবার স্থান পরিবর্তনের কারণে অপহৃতাকে উদ্ধার এবং জড়িতদের আটক করতে একটু সময় লেগে যায়। আছমার মা কুলছুমা বেগম জানান, আটক জাফর আলমের পুত্র এমরান আছমাকে প্রায়শঃ মাদ্রাসায় যাওয়া আসার পথে উত্যক্ত করত এবং প্রেম নিবেদন করে আসছিল। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করায় এবং তার মেয়ে আছমা এমরানের প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় আটককৃতরা যোগসাজশ করে তার কন্যাকে অপহরণ করে। এঘটনায় কুলচুমা বেগম দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান, সংশ্লিষ্ঠ কতৃপক্ষের প্রতি। কক্সবাজার মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়–য়া জানান, দোষীরা যাতে পার পেয়ে না যায় সেব্যাপারে পুলিশ সর্তক রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।