সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার সী-শোর সমবায় সমিতির ইফতার মাহফিল ও সমিতির প্রয়াত সদস্য মোহাম্মদ হারুনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শহরের হোটেল পালংক্যির রজনী রেস্তুঁরায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি পৌর কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ। প্রধান অতিথি ছিলেন পৌর কাউন্সিলর সিরাজুল হক। বিশেষ অতিথি ছিলেন দৈনিক রূপালী সৈকতের পরিচালক এআরএম শহীদুল ইসলাম।
সমিতির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য এম মোক্তার আহমদ, এস.এম ছৈয়দ উল্লাহ আজাদ, মোসলেম উদ্দিন প্রমুখ। ইফতার মাহফিলে দেশ ও জাতির উন্নতি-সমৃদ্ধি এবং সমিতির প্রয়াত সদস্য মেহাম্মদ হারুনের আতœার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন লালদীঘি পূর্বপাড় বায়তুর রহমান জামে মসজিদের ইমাম ও খতীব ক্বারী মাওলানা আতাউল্লাহ গনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।