মুহাম্মদ হাসেম, পেকুয়া:
পেকুয়ায় ৮শতক জমির দখল-বেদখলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবরপাড়া এলাকায় আহমদ হোসেনের ছেলে হেলাল উদ্দিনের সাথে একই এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে ওসমান গণি গংদের মাঝে ৮শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে হেলাল উদ্দিন বাদী হয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। যার মামলা নং-১৫০৭।
জমির মালিক হেলাল উদ্দিন জানান, রাজাখালী মৌজার বিএস ৫৩৬ নং খতিয়ানের পৈত্রিক সুত্রে ১৯.২০ শতক, এজাহার মিয়ার ওয়ারিশ হতে খরিদ ৬শতক ও বদিআলম গং হতে এওয়াজ মুলে ২.৩৩ শতক জমি আমার ভোগ দখলে রয়েছে। ওই জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে একই এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে ওসমান গণি গং এর। গত ২/৩ দিন ধরে ওসমান গণি, তার ভাই ইসমাইল সহ ৮/১০ জন স্বশস্ত্র লোক আমার ওই জমি থেকে ৮শতক জমি জবর দখল করতে মরিয়া হয়ে উঠে। ওই জমি জবর দখলে ব্যর্থ হয়ে তারা আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসাতে অপচেষ্টা চালাচ্ছে। তবে অভিযুক্ত ওসমান গণির বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মোবাইলে চেষ্টা করা হলে মুঠোফোনে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে স্থানীয় ১ নং ওয়ার্ড ইউপি সদস্য ওসমান গণি জানান, বিষয়টি বিচারাধীন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।