সংবাদ বিজ্ঞপ্তি
শ্রমিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখা। সংগঠনের জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে শনিবার শহরের এক আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা হারুনুর রশীদ। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নতি-অবনতিতে শ্রমিকদের ভূমিকা অতুলনীয়। শ্রমিকরা পুরো বিশ্বের অতুলনীয় শক্তি। একারণে প্রতিটি সরকারই শ্রমিক শক্তিতে ভয় পায়। কাজেই সকল পর্যায়ের শ্রমিকদের সংগঠিক করে দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার প্রতি উদ্ভুদ্ধ করতে হবে।
শ্রমিক কল্যাল ফেডরেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক শহীদুল মোস্তফা চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী, জেলা জামাতের সাংগঠনিক সম্পাদক শহীদুল আলম বাহাদুর, অফিস সম্পাদক জাহেদুল ইসলাম। বক্তৃতা করেন- শ্রামক কল্যাণের জেলা সহ-সভাপতি ছৈয়দ করিম, যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ, মহেশখালী সভাপতি মাওলানা আবদুর রশীদ, সদর উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম আনু মেম্বার প্রমুখ।