হারুনর রশিদ, মহেশখালী:
মহেশখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০জুন হাসপাতালের সম্মেলন কক্ষে সকাল ১১টার সময় ; মো:শাহ জাহানের কোরান তেলাওয়াতের মধ্যদিয়ে-হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন-মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও প:প:কর্মকর্তা ডা: মো: সাজ্জাদ হোসেন চোধুরী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম আজিজুর রহমান বি.এ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী,মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, মহেশখালী হাসপাতালের আরএমও ডা:মোহাম্মদ মাহাফুজুল হক, ডা:প্রণব বিকাশ চৌধুরী, ডা:মেহেরাজ হোসেন চয়ন সহকারী সার্জন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র, ডা: মাসুমা নাছরিন সহকারী সার্জন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র, রোকসানা আক্তার মুন্নী সিনিয়র স্টাপ নার্স, পরিসংখ্যান বজলুর রহমান, উপজেলার সমাজ সেবা অফিসার নাছরুল্যাহ আল মাহামুদ,ধলঘাটার চেয়ারম্যান কামরুল হাসান ,মহেশখালী প্রেসক্লাবের সভাপতি হারুনর রশিদ, ব্র্যাক এনজিও প্রতিনিধি জাহেদুল ইসলাম, প:প:কর্মকর্তার প্রতিনিধি রতন কুমার , সানাউল্লা প্রমুখ।
উক্ত অনুষ্টানটি পরিচালনা করেন ডা:শিমুল ভট্রচার্য্য সহকারী সার্জন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র।
মহেশখালী পৌরসভার মেয়র বক্তব্য দান কালে বলেন- মানব সেবাই পরম ধর্ম; মানুষের সেবা করতে অত্র হাসপালে আমার অনুদান অব্যাহত থাকবে।
মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা বক্তব্য দানকালে বলেন- চিকিৎসা মানুষের মৌলিক অধিকারের একটি; সুতরাং অত্র হাসপালের বিদ্যুৎ সমস্যাধী নিরসন করে; রোগীরা যাতে পর্যাপ্ত সেবা পায়মত ব্যবস্থা রাখতে হবে। বিগত ৩মাসে হাসপালের সেবার মান বৃদ্ধি পেয়েছে। তা ধরে রাখতে ডাক্তারদের প্রতি আহবান জানান তিনি।
মহেশখালী উপজেলার স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা:মো: সাজ্জাদ হোসেন চৌধুরী সভায় বলেন- স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় হাসপাতালের মাঠ পর্য়ায়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহী, মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম এবং উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:শফিউল আলম সাকিব এর মাধ্যমে হাসপালের অবকাঠমোগত উন্নয়নের চোঁয়ালেগেছে।
মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার আন্তরিক প্রচেষ্টায় হাসপালে দীর্ঘ ৬বছর পড়ে থাকা অচল এ্যাম্বুলেন্স গাড়িটির সচল করে ড্রাইভার নিয়োগ দিয়েছেন।
সাংসদ আশেক উল্লাহ রফিক মহোদয়ের অনুদানে হাই পাওয়ার চোলার প্যানেল এর ব্যবস্থা হয়েছে। পুরাতন ভবণের মেরামতের জন্য বরাদ্ধ হয়েছে,হাসপালের গেইটের পাশে রাস্তায় ১টি চোলার প্যানেল বসানো হয়েছে। পুকুরঘাটের সিড়ি নিমার্ণের কাজ শুরু হয়েছে। মেয়র মকছুদ মিয়া হাসপালের শিশু ওয়ার্ডে ১০টি সিলিং ফ্যান দিয়েছেন। ব্যবস্থাপনা কমিটির সভায় ডা: মো: সাজ্জাদ হোসেন উন্নয়ন মূলক উপরোক্ত বিভিন্ন বিষয়ের কথা তুলেধরেন।
হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি (মহেশখালী-কুতুবদিয়ার) সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন- হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসা সেবার মান বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে আরো বিভিন্ন সমস্যাধি রয়েছে পর্যাক্রমে এসব সমস্যা নিরসন করা হবে। বিশেষ করে ডাক্তারদেরকে সাধারণ মানুষের দূগৌড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হবে। কোন অবস্থাতেই আধারণ রোগীরা যাতে দূর্ভোগে না পড়েমত ব্যবস্থা রাখতে হবে। দীর্ঘ দিন ধরে অচল পড়ে থাকা এ্যাম্বুলেন্সটি চালু করা হয়েছে; এটি জরুরী মুহুর্তে রোগীরা ব্যবহার করতে পারবে।