সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজারস্থ উত্তরবঙ্গ কল্যাণ সমিতির ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার শহরের লাবণী পয়েন্ট সংলগ্ন হোটেল মিশুকের সম্মেলন কক্ষে সমিতির সভাপতি কক্সবাজারের জনপ্রিয় সার্জন ও ফিজিশিয়ান ডা. মো. বি আলমগীরের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক হায়দার আলীর স্বাগত বক্তব্যে শুরু হওয়া মাহফিলে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারী কলেজের উপাধ্যক্ষ আবদুল বাসেত মন্ডল, কক্সবাজার মৎস্য গবেষণা ইন্সটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জুলফিকার আলী, বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক ও সার্জন মোঃ আয়ুব আলী, জেলা ওয়াক্ফ পরিদর্শক মো. সাজ্জাদুর রহমান, বিসমিল্লাহ এয়ার লাইন্স এর পাইলট জহুরুল ইসলাম প্রমুখ।
মাহফিলে কার্যকরী কমিটির সদস্য, সাধারণ সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি ডা. বি. আলমগীর।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।