সিবিএন:

কক্সবাজার বিমান বন্দরে ইয়াবাসহ নজির আহমদ (৩০) ও হুমায়রা বেগম (২৩) নামে এক দম্পতি গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নভো এয়ারের একটি ফ্লাইটে এই দম্পতি কক্সবাজার থেকে রাজধানী ঢাকায় যাচ্ছিলেন।

গ্রেপ্তারকৃত নজির আহমদ এবং তার স্ত্রী হুমায়রা বেগম কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত বড়ুয়া জানান, নভো এয়ারের ফ্লাইটের যাত্রী হুমায়রা বেগমের ভ্যানিটি ব্যাগ তল্লাশি চালিয়ে অর্ধ শতাধিক পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

থানার ওসি জানান, এই দম্পতি প্রাথমিক জিজ্ঞাসায় স্বীকার করেন যে, তারা এর আগেও আরো কয়েক চালান ইয়াবা পাচার করেছে।