প্রেস বিজ্ঞপ্তি :

রামুর গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ ইসমাঈল আর নেই। বুধবার (৭জুন) সকাল সাড়ে ১১টায় ৮০ বছর বয়সে তিনি নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে ইসমাঈল এক স্ত্রী, পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে’সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

বুধবার বিকেল ৫টা ১০ মিনিটে পূর্ব বোমাংখিলস্থ কবর স্থান মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তখন প্রচুর বৃষ্টি হলেও মানুষের ঢল নামে। জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোঃ ইসমাঈলের বড় ছেলে গিয়াস উদ্দিন। নামাজে ইমামতি করেন মাওলানা সাইফুল ইসলাম।

এসময় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবুল কাশেম মো.ফজলুল হক, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরী, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোক্তার আহমদ, কচ্ছপিয়ার চেয়ারম্যান পদপ্রার্থী জাকের আহমদ, জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মাওলানা মো.ফরিদ উদ্দিন, গর্জনিয়ার চেয়ারম্যান পদপ্রার্থী শাহরীয়ার ওয়াহেদ চৌধুরী রাসেল, সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামশুল আলম, বর্তমান সাধারণ সম্পাদক মো.মুহিবুল্লাহ, গর্জনিয়া ইউপির বার বার নির্বাচিত সদস্য নুরুল আলম, নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউপির বার বার নির্বাচিত সদস্য নুরুল ইসলাম, গর্জনিয়া ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক শাহরান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মারুফ’সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।