রফিক মাহমুদ, উখিয়া:
উখিয়া উপজেলার বালুখালী নতুন রোহিঙ্গা বস্তিতে বজ্রপাতে নারী, শিশু ও পুরুষসহ ৬ জন গুরুতর আহত হয়। আহতদেও পাশর্^বর্তী এম এস এফ হাসপাতালে ভর্ভি করা হয়েছে। গতকাল ৭ জুন বুধবার বিকাল ৫টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা বস্তিতে বজ্রপাতের এ দুর্ঘটনা ঘটে।
বালুখালী রোহিঙ্গার বি-ব্লকের মাঝি সাবের আহমদ জানান, বালুখালী বস্তি এলাকায় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন নারী-পুরুষ আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের এম এস এফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ব্লিব্লকের নুর আহমদ (৪৫) তার শিশুপুত্র সাবের (৬) ইসমতরা বেগম (২৬) এবাদুল্লাহ (২৪) শিশুপুত্র মোঃ শাহিন (৪) শাহেনা বেগম (২৫)। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।