সিবিএন
৬ দফার মধ্যেই বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপিত ছিল। বাঙ্গালী জাতির ম্যাগনাকাটা হিসেবে পরিচিত ৬ দফা রোপিত বীজটির উপর ভর করেই ৭০’সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরস্কুশ বিজয় লাভ করেছিল। পরবর্তীতে ৭১’সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই বীজটি মহান মুক্তিযোদ্ধের মধ্য দিয়ে মহীরুহ বাংলাদেশের জন্ম হয়েছে। তাই ঐতিহাসিক ৬ দফাকে বুকে লালন করে দেশ গঠনে সাবইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।
বুধবার ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন উপ-প্রচার সম্পাদক এম এ মঞ্জুর।
এ সময় বক্তারা আরো বলেন, দেশের মানুষ যখন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ তখনই বিএনপি নেত্রী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকে। একের পর এক মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে অপচেষ্টা করে। তাই শেখ হাসিনার উন্নয়ন মূলক কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরার এখন থেকে দায়িত্ব পালন করতে হবে।
সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, এড: বদিউল আলম সিকদার, এড: ফরিদুল আলম, এড: সুলতান নুর, এড: সোলতানুল আলম, ইঞ্জিনিয়ার বদিউল আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড: আমজাদ হোসেন, এড: তাপস রক্ষিত, অধ্যাপক প্রিয়তোশ চর্মা চন্দন, কাজি মোস্তাক আহমদ শামীম, জিএম আবুল কাশেম, বদরুল হাসান মিল্কি, পৌর আওয়ামীলীগ নেতা এবি ছিদ্দিক খোকন, মিন্টু দাশ, ডা: পরিমল, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহ নিয়াজ প্রমুখ।