মোহাম্মদ হোসেন,হাটহাজারী.
হাটহাজারী পৌর এলাকায় বুধবার (৭জুন) বখাটে রাজু কুমার দাশ(২৩)কে এক মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে হাটহাজারী পৌর এলাকার পশ্চিম আলীপুর নিশী মহাজন বাড়ীর স্বপন কুমার দাশের ছেলে। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত, তাকে কারাদন্ডের আদেশ দেন।
বেশ কয়েকমাস ধরে কলেজ এ যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্যক্ত করে আসছিলো বখাটে রাজু কুমার দাশ। বুধবার ওই শিক্ষার্থী কলেজে যাওয়ার পথে রাজু তাকে রাস্তার উপর টানা হেছঁড়া করলে মেয়েটির চিৎকারে লোকজন এগিয়ে এসে রাজুকে ধরে পুলিশের হাতে দেয়। এদিকে পরিবারের পক্ষ থেকে এর আগেও ওই বখাটের বিরুদ্ধে এলাকা ভিত্তির বৈঠক করে তাকে মেয়েটিকে উত্যক্ত না করার জন্য নিষেধ করা হয়।
সকালে লোকজন বখাটে রাজুকে পুলিশের হাতের সোপর্দ করার পর ও মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে ই্উএনও ভ্রাম্যামান আদালত পরিচালনা করে তাকে ১ মাসের সাজা দিয়েছে।
এ ধরনের ইভতিজিংয়ের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার জন্য সবার প্রতি অনুরোধ জানান ইউএনও। অভিযোগ পেলেই তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।