আবদুর রহিম সেলিম, উখিয়া:
উখিয়ার মালভিটা পাড়া নূরানী মাদ্রাসা ও হেফজ খানার ছাত্র ছৈয়দ মোস্তাফা সুজন নিখোঁজ হওয়ার ৪ মাসের মাথায়ও উদ্ধার হয়নি। এ নিয়ে মাতা শফিকা বেগম ও দাদী ছকিনা খাতুন নানা দুঃশ্চিন্তায় ভোগছে। এমনকি ছেলেকে ফিরে পাওয়ার আশায় মাতা শফিকা বেগম বিভিন্নস্থানে হন্য হয়ে ঘুরছে। গত ১০ ফেব্রুয়ারী বাড়িতে আসার পথে মালভিটা পাড়া গ্রামের মৃত ছৈয়দ আলমের ছেলে মোস্তাফা মোহাম্মদ সুজন হারিয়ে যায়। এ সময় তার বয়স ৮ বছর। পিতা মারা যাওয়ার পর মাথা শফিকা ও দাদী ছকিনা খাতুন নাতী সুজনকে দীনি শিক্ষায় আলোকিত করতে তাকে মালভিটা পাড়া হেফজ খানায় ভর্তি করায়। এক পর্যায়ে বছর খানেক ঠিকমত মাদ্রাসায় আসা যাওয়া করলেও গত ১০ ফেব্রুয়ারী মাদ্রাসায় গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। এখনও সুজনের পরিবারজুড়ে কান্নার রোল বয়ে যাচ্ছে। মাতা শফিকা বেগমের আহাজারিতে মালভিটা গ্রামের বাতাস ভারী হয়ে উঠছে। শফিকা বেগম বলেন, আমার ছেলেকে আজ ৪ মাস ধরে খুঁজে পাচ্ছি না। চট্টগ্রামসহ টেকনাফের হ্নীলা পর্যন্ত খুঁজাখোঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। কোন হৃদয়বান ব্যক্তি আমার ছেলের সন্ধান পেলে খবরটি জানানোর জন্য আজাদ এন্টারপ্রাইজ, তোফাইল-ফাতেমা শপিং কমপ্লেক্স, কোটবাজার, উখিয়া, কক্সবাজার। মোবাইল- ০১৮৪০০০৩৮৩৬ বিশেষভাবে অনুরোধ করছি।