সোয়েব সাঈদ, রামু:
রামুর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ মেধা অন্বেষন বৃত্তি পরীক্ষা ২০১৬ এ বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী ও সর্বাধিক এ প্লাস প্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সুন্দর দেশ, মেধাবী প্রজন্ম তৈরীর করতে হলে ছেলে মেয়েদের সুশিক্ষা নিশ্চিত করতে হবে। যে সমাজে শিক্ষাকে বেশী গুরুত্ব দেয়া হয়, সে সমাজ বেশী আলোকিত হয়। তাই শিক্ষার প্রসারে সব শ্রেণিপেশার মানুষের আগ্রহ বাড়াতে হবে। একজন জনপ্রতিনিধি হয়ে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃত্তি প্রদান ও শ্রেষ্ঠ বিদ্যালয়কে স্বীকৃতি প্রদানের যে উদ্যোগ নিয়েছেন তা বর্তমান সমাজে বিরল। এ উদ্যোগে প্রতিবছর অব্যাহত রাখতে পারলে এখানে একসময় আলোকিত মানুষ সৃষ্টি হবেই।
মঙ্গলবার (৬জুন) বিকালে রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামু থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) একেএম লিয়াকত আলী।
ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদক মুসরাত জাহান মুন্নী, রামু কেন্দ্রিয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী সেলিম, ইউপি সদস্য আবুল বশর, সাবেক ইউপি সদস্য অরুপ বড়–য়া কালু, মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ,ন,ম আজগর হোছাইন।
অনুষ্ঠানে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ মেধা অন্বেষন বৃত্তি পরীক্ষা ২০১৬ এ বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সনদপত্র, নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের আওতাধিন এলাকায় ২০১৬ সালের পিএসসি পরীক্ষায় সর্বাধিক এ প্লাস প্রাপ্ত ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়। বিদ্যালয়সমূহ হলো, রামু সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ দ্বীপ ফতেখাঁরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে জাফর আলম, মোর্শেদ আলম, নুর আহমদ, সন্তোষ বড়–য়া, কামাল উদ্দিন, লিটন বড়–য়া, রোকন বড়–য়া, মোবারক হোসেন, সাবেকুন নাহার, নুরুন্নাহার বেগম, রাশেদা খানম, ইউপি সচিব নিরোদ বরণ পাল, তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা গিয়াস উদ্দিন টিটুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইফতার আয়োজনে অংশ নেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।