২২ অক্টোবরকে সরকারিভাবে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন নিরাপদ সড়ক চাই কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ। গত ৫ জুন সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করে অনুমোদন দেওয়া হয়।
নিসচা’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের দীর্ঘদিনের আন্দোলন “জাতীয় নিরাপদ সড়ক দিবস” এর সরকারী স্বীকৃতিতে কৃতজ্ঞতা জানিয়েছেন নিসচা কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহাম্মদ চৌধুরী, সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ নুরুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ মুজিবুল ইসলাম, নিসচা কক্সবাজার জেলা শাখার সভাপতি দৈনিক গণসংযোগ ও পাক্ষিক মেহেদীর প্রধান সম্পাদক ও সংগঠক মোঃ জসিম উদ্দীন কিশোর, সহ-সভাপতি আমিরুল ইসলাম দুলু মোয়াজ্জেম হোসেন সাকিল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিল উল্লাহ্ চৌধুরীসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, এই স্বীকৃতি দেশের সড়ক দূর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। ২৪ বছর আগে ১৯৯৩ সালের ২২ অক্টোবর মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনের অকাল মৃত্যুর মধ্য দিয়ে গড়ে উঠে নিরাপদ সড়ক চাই আন্দোলন। ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে গড়ে উঠা এই আন্দোলন এদেশের আপামর মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়। ১৯৯৮ সালে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস দাবি জানানো হয়। অবশেষে গত ৫ জুন সোমবার সরকারীভারে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।