কুতুবদিয়া সংবাদদাতা:
সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে সোমবার (৫জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর হতে এক র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা পরিষদ হল রুমে কৃষিবিদ নুরে আলমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মহসীনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সুজন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী, কুতুবদিয়া রেঞ্জ কর্মকর্তা অশোক কুমার রায়, মুক্তিযোদ্ধা পুলিন বিহারী, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,কে,লিটন কুতুবী, সাংবাদিক ইফতেখার শাহজীদ, উপ-কৃষি কর্মকর্তা গিয়াস উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার ওমর ফারুক, শিক্ষক আক্কাস উদ্দিন প্রমূখ। সভায় বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে অতিথিরা ছাড়াও শিক্ষার্থী জয়নাল আবেদীন, আসমাউল হোসনা, আয়াতুল ফেরদৌস, অহিদুল আলম রানা বক্তব্য রাখেন।
৪ শিক্ষার্থীকে বিশ্ব পরিবেশ দিবসের পুরষ্কার বিতরণ করা হয়। পরে অনুষ্ঠানে অংশ গ্রহণকৃত অতিথিদের ইফতারের ব্যবস্থা করা হয়।
কুতুবদিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।