জাহাঙ্গীর আলম, টেকনাফ
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া ৫নং ওয়ার্ডে স্থানীয় উপকারভুগীদের নিয়ে ল্যাট্রিন,পানি পরিশোধন ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে।
সলিডারিটিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর পক্ষ থেকে স্থানীয় নয়াপাড়ার গ্রামের ১৮৬ জন উপকারভুগীদের নিয়ে ৫ জুন সকাল ১১টায় নয়াপাড়ার বটতলী এলাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের ৫নং ওর্য়াডের আব্দুল গাফ্ফার মেম্বার, সলিডারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ হোয়াইক্যং ইউনিয়নের দায়িত্বরত কর্মকতারা।
সলিডারিটির কর্মকর্তাবৃন্দরা সমাজে স্বাস্থ্য সম্মত পরিবেশ গঠন করা লক্ষে তারা মাঠ পর্যায়ে যাচাই বাচাই করে ৫নং ওর্য়াড থেকে ১৮৬ জন মহিলাকে সনাক্ত করে এবং তাদেরকে স্বাস্থ্য বিষয়র উপর প্রশিক্ষণ দেওয়া হয় যাথে তারা আশপাশের জনসাধারনকে স্বাস্থ্য বিষয় প্রাথমিক ধারনা দিতে পারে।এসব উপকারভুগীর মাঝে বিনামুল্যে ব্যবহার অনেক আসবাপত্র বিতরণ করা হয়।আসবাপত্র সমুহ হল,রিং,বসার স্লাব,হাফ সার্কেল স্লাব, সিসি পোস্ট, ভেন্ট পাইপ, কাওয়েল,কলসি, স্যান্ডেল, হারপিক পাউডার, টয়লেট ব্রাশ, নেইল কাটার, এন্টিসেপটিক সাবান, বালতি ঢাকনা, কাপর কাচার সাবান,সুতির কাপড়, এন্টিসেপটিক লিকুইড।
স্থানীয় আব্দুল গাফ্ফার মেম্বার বলেন,আমার ওয়ার্ডের মানুষ এসব স্বাস্থ্য সম্মত আসবাপত্র পেয়ে খুবই উপকৃত হয়েছে।সলিডারিটির কর্মকর্তারা গ্রামের বিভিন্ন লোকজনদেরকে প্রশিক্ষন দিয়ে তাদেরকে সচেতন করে এসব আসবাপত্র দিয়েছে এবং স্থানীয় জনসাধারণ অনেক কিছু স্বাস্থ্য সম্পর্কে অবগত করেছে।আগে তেমন তারা স্বাস্থ্য সম্পর্কে তেমন কিছু জানত না পারলেও এখন তারা নিজেরা অনেক বিষয়ের উপর সচেতন হয়ে আশপাশের লোকজন জানতে পারছে।আব্দুল গাফ্ফার মেম্বার সলিডারিটির ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।