প্রেস বিজ্ঞপ্তি :
সাংবাদিক শামসুল হক শারেক দেশের অন্যতম শীর্ষ সংবাদ পত্র দৈনিক ইনকিলাবের ‘বিশেষ সংবাদদাতা’ হিসেবে পদোন্নতি পেয়েছেন। একই সাথে তিনি কক্সবাজার ব্যুরো অফিসের ‘ব্যুরো প্রধান’ হিসেবেও দায়িত্বে থাকবেন।
গত ৪ জুন দৈনিক ইনকিলাবের ৩২ তম বর্ষে পর্দাপণ উপলক্ষ্যে দৈনিক ইনকিলাব কর্তৃপক্ষ এই পদোন্নতি ঘোষণা করেন।
২০০০ খ্রিষ্টাব্দ থেকে সাংবাদিক শামসুল হক শারেক টানা ১৮ বছর ধরে দৈনিক ইনকিলাবে স্টাফ রির্পোটার, কক্সবাজার আঞ্চলিক প্রধান ও ব্যুরো প্রধান হিসেব কাজ করে আসছেন। সার্বিকভাবে তার পারফরমেন্স বিবেচনায় সাংবাদিক শারেককে ‘বিশেষ সংবাদদাতা’ হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে বলে জানাগেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।