মো. ফারুক, পেকুয়া:
পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা বাজারে ২য় দফায় নির্বিচারে গুলি চালিয়ে শিশু, স্কুল-কলেজ ছাত্র, ব্যবসায়ী ও পথচারীসহ ১৬ জনকে আহত করার ঘটনায় মামলা রুজু হয়েছে।
রবিবার (৪জুন) রাতে আনোয়ারুল আজিম চৌধুরী বাবুল বাদী হয়ে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা শরাফত উল্লাহ ওয়াসিমকে প্রধান আসামী দুই ইউপি সদস্য নুর মুহাম্মদ বদ ও মাদুসহ ২৮ জনের নাম উল্লেখ করে মামলা রুজু করেছে পেকুয়া থানা পুলিশ। যার মামলা নং-০৫/১৭ইংরেজি।
এজাহার সূত্রে জানা গেছে, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম দীর্ঘদিন যাবৎ তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে ফুলতালা বাজারে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছেন। সন্ত্রাসী বাহিনীর সদস্যরা ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় এলাকাবাসীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় ও ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেও অপকর্ম বন্ধ করেনি তার সন্ত্রাসী বাহিনী।
এরই ধারাবাহিকতা গত শনিবার রাতে ও রবিবার সকালে ফুলতালা বাজারে আধিপত্য বিস্তার করতে গেলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা বাধা দেয়। এসময় সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফুলতলা বাজারে নির্বিচারে গুলি চালিয়ে ১৬ জনকে গুলিবিদ্ধ করে আহত করে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে চার ব্যক্তিতে আটক করা হয়েছে। এদের মধ্যে দু’জন এজাহারনামীয় আসামী অপর দুজন অজ্ঞাতনামা আসামী। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।