ফরিদুল আলম দেওয়ান , মহেশখালী :
বঙ্গোপসাগরের মূর্তিমান ত্রাস মহেশখালীর সোনাদিয়া দ্বীপের কুখ্যাত জলদস্যু মোবারক হোসেনকে পুলিশ অস্ত্রগুলি সহ গ্রেফতার করেছে। ৫ জুন ঘটিভাঙ্গা ব্রিজের পাশ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অস্ত্র,দস্যুতা, ও পুলিশ এসল্ট মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। মোবারক সোনাদিয়া দ্বীপের পূর্ব পাড়া গ্রামের মোজাফ্ফর হোসেনের পুত্র।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, গ্রেপ্তারকৃত মোবারক সোনাদিয়া কেন্দ্রীক একটি শক্তিশালী জলদস্যু বাহিনীর সদস্য। তাকে ধরতে পুলিশ দীর্ঘ দিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। ৫ জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই ফররুখ আহমদ মিনহাজ,এস,আই রাজু আহমদ গাজী ও এ,এস,আই সজীব দত্ত সঙ্গীয় ফোর্স সহ ঘটিভাঙ্গা ব্রীজের পাশ থেকে তাকে ১টি দেশীয় তৈরী বন্দুক ও ২টি কার্তুজ সহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। উল্লেখ্য তার আপন বড় ভাই মো: ফারুখ জলদস্যু বাহিনীর সক্রিয় সদস্য। সেও বর্তমানে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।