জসিম উদ্দিন টিপু,টেকনাফ::

হ্নীলা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মুফিজুর রহমান কাজলের মা,রঙ্গিখালীর প্রবীণ মুরব্বী নজির আহমদের স্ত্রী,সাবেক মেম্বার ছৈয়দুর রহমানের বড় মেয়ে হালিমা বেগম(৭০) আর নেই। তিনি দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী,৫ছেলে,৪মেয়ে,অগণিত নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকাল ৫টা ৫৫মিনিটে রঙ্গিখালী মাদরাসা মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে হ্নীলা ইউপির চেয়ারম্যান এইচ.কে.আনোয়ার সিআইপি,হ্নীলা ইউপি সদস্য মোহাম্মদ আলী,হ্নীলা আদর্শ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি-নাফ ফিলিং ষ্টেশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাহমুদ আলী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতা-কর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। জানাজায় ইমামতি করেন হাফেজ মাওলানা আবু সাইয়্যিদ। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। যুবলীগ নেতা মুফিজুর রহমান কাজল ও জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক পরিষদ হ্নীলা শাখার সভাপতি রিদুওয়ানুল ইসলাম রিমনের মায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে কাজল এবং রিমনের মায়ের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।