আটলাণ্টিক সিটি থেকে এবিএম নিউজ : গত ৪ঠা জুন রবিবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সী এবং বাংলাদেশ কমিউনিটি সেন্টারের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ার মাউন্ট এভিনিউস্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টারে।বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুল এবং সাধারন সম্পাদক নুরুণ্ণবী চৌধুরী শামীমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে কমিউনিটির প্রায় তিন শতাধিক বাংলাদেশী উপস্থিত ছিলেন । কমিউনিটি সেন্টারের বর্ধিত রুমে আয়োজিত দলমত নির্বিশেষে সকলেই উপস্থিত হয়েছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ঠ ইসলামিক স্কলার মাওলানা তারেক মনোয়ার। অনুষ্ঠানে অতিথী হিসাবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটি ডেমোক্রেটিক দলের মেয়র পদপ্রার্থী মার্টি স্মল, জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক জিয়ার প্রেস সেক্রেটারী আশিক ইসলাম, ডাঃ আজাদুল খান, সাউথজাসী মেট্রো আওয়ামীলীগ প্রধান উপদেষ্ঠা জাহাঙ্গীর হোসেন ভূইয়া,বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসাইন এবং সাউথজাসী মেট্রো আওয়ামীলীগ ও বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সাধারন সম্পাদক মোঃ শাহীন, সাউথজাসী মেট্রো আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব, নিউজার্সী বিএনপির সাধারন সম্পাদক রহমান বাবুল, সাউথজাসী মেট্রো আওয়ামীলীগ(রফিক-ইমরান) সভাপতি আবদুর রফিক এবং সাধারন সম্পাদক ইমরান ভূইয়া, আসাল নিউজার্সী সভাপতি ফারুক হোসেন, আলহেরা মসজিদের প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন, জালালাবাদ এসোসিয়েশন অব নিউজার্সীর সভাপতি আজিজুল ইসলাম ফেরদৌসসহ বিপুল পরিমান লোকের উপস্থিতিতে বাংলাদেশ কমিউনিটি সেন্টার ছিল সরগরম।চমৎকার ধর্মীয় পরিবেশে আয়োজিত ইফতারের আয়োজন ছিল খুবই সুচারু।ডিনার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে