এম.জুবাইদ.পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় নব-নির্বাচিত ইউপি সদস্যের শপথ গ্রহন অনুষ্টিত হয়েছে। গত ৪জুন রোববার বিকাল ৩টায় স্থানীয় ইউএনও কার্যালয়ে শপথগ্রহন সম্পন্ন হয়। নব-নির্বাচিত এ জনপ্রতিনিধিকে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহাবুবউল করিম। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্র জানায়, উপজেলার উজানটিয়া ইউনিয়ন পরিষদের ০৮নং ওয়ার্ডের নির্বাচিত সদস্যের আকষ্মিক মৃত্যুতে চলতি বছরের গত ২৬ এপ্রিল বুধবার এতে পূনঃনির্বাচন অনুষ্টিত হয়। উক্ত পূনঃনির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। তার মধ্যে প্রবীন সমাজহিতৈষী ব্যক্তিত্ব মোঃ জয়নাল আবেদীন হাজারী ২২৯ ভোট পেয়ে জয়লাভ করেন। নির্বাচিত এ জনপ্রতিনিধির সরকারী গেজেট প্রকাশ হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শপথগ্রহন অনুষ্টানের আয়োজন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়। শপথগ্রহন অনুষ্টানে ইউএনও মোঃ মাহাবুবউল করিম এ জনপ্রতিনিধির উদ্দেশ্যে জনগনের আস্থা ও বিশ^াসের ধারাবাহিকতা রক্ষায় সচেতনতার সাথে নিজ দায়িত্ব ও কর্তব্য পালনের উদ্ধার্থ আহ্বান জানিয়ে জনপ্রতিনিধি আদেশের নির্ধারিত শপথ বাক্য পাঠ সম্পন্ন করেন। এসময় স্থানীয় উপজেলা পরিষদের একাধিক দাপ্তরিক পদস্থ অফিসার ছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী হরিজন চন্দ্র দে এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।