অপহরণের ৩দিন পার হলেও উদ্ধার হয়নি কামাল উদ্দিন

নুরুল ইসলাম সেলিম,রামু :

রামু খুনিয়াপালং ইউনিয়নে ইয়াবা সিন্ডিকেট কতৃর্ক অপহরণে ৩দিন পার হলেও খোঁজ মেলেনি দিন মজুর কামাল উদ্দিন (৩২) । সূত্রে জানা যায়, অপহৃত বাসিন্দা রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মধ্যম খুনিয়া পালং ৩নং ওয়ার্ডের আলী মিয়ার সন্তান। সে ২রা জুন শুক্রবার রাত ১০টার দিকে কথিত ইয়াবা সিন্ডিকেট কর্তৃক অপহরণ হয় বলে অভিযোগ উঠেছে। আরো জানা যায়, ইয়াবা মাইক্রোবাসযোগে সন্ত্রাসীরা তাকে জিন্মি করে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় কামালের স্ত্রী রোজিনা আক্তারসহ পরিবারের অন্যান্য সদস্যরা ইয়াবা সিন্ডিকেট সাথে জড়িত সন্ত্রাসীদের বাঁধা প্রয়োগ করলে তাদেরকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনার পরদিন ৩জুন ইয়াবা সিন্ডিকেট সদস্যরা মোবাইল ফোনে কয়েকদফা মুক্তিপণ দাবী করে আসছে এবং নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। এতে করে উক্ত পরিবারের সদস্যরা চরম নিরাপত্তায় ভোগছেন বলে অভিযোগকারীরা জানিয়েছেন। ঘটনাটির ব্যাপারে স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ ক্ষোভ প্রকাশ করে এবং ইয়াবা সিন্ডিকেট সদস্যদের গ্রেফতার করে অপহরণকৃত কামাল উদ্দিনকে উদ্ধার পূর্বক দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অপহৃত কামাল উদ্দিন টানা তিনদিন পর্যন্ত উদ্ধার না হওয়ায় তার পরিবার চরম উৎকণ্ঠায় দিনাতিপাত করেছেন। সে জীবিত আছে কি’না তার পরিবারের সন্দেহ। তাই প্রশাসনের নিকট অপহরণকৃত কামাল উদ্দিনকে উদ্ধার পূর্বক অপহরণকারীদের আটকের ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার। এব্যাপারে রামু থানায় কামাল উদ্দিনের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে রামু থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ইয়াবা সিন্ডিকেট এর মধ্যে এলাকার মোঃ কালু প্রকাশ কালু হাজ্বী(৪০), মোঃ দিলু(৩৫), ছালেহ আহমদ(২৮), এজাহার মিয়া ড্রাইভার (৪২)সহ আরো অজ্ঞাত সন্ত্রাসী রয়েছে বলে উল্লেখ করেছেন। উক্ত ঘটনার বিষয়ে রামু থানার সেকেন্ড অফিসার আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অপহৃত কামাল উদ্দিনের স্ত্রী রোজিনা আকতার বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে আমরা পুলিশ অভিযানে নেমেছে এবং অপহৃত দিনমজুর কামালকে উদ্ধারের চেষ্টা চলছে।