বিশেষ প্রতিবেদক:
ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্থদের জন্য বরাদ্দ হওয়া ত্রাণের চাল চুরি করে পাচারের সময় চালভর্তি একটি ট্রাক (চট্র মেট্রো ট ১১-০৯৯৩) জব্দ করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। তবে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে গাড়িটি ছাড়িয়ে নিতে গতকাল রবিবার দিনভর থানায় দেনদরবার চলে। এমনকি গাড়িটি ছেড়ে দিতে কৌশল হিসেবে গাড়িটি থানায় না রেখে পুরাতন পুলিশ লাইনের এক কোনায় আড়াল করে রাখা হয়।
স্থানীয় লোকজন অভিযোগ করে জানান, সরকারি খাদ্যশস্য পাচারকারী হিসেবে চিহ্নিত সাগর নামের এক কালোবাজারি গতকাল শনিবার রাত দেড়টার দিকে সরকারি চাল ট্রাকে ভর্তি করে পাচারের চেষ্টা করছিল। সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্নিঝড় মোরায় ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ হিসেবে বরাদ্দ হওয়া এসব চাল সে কৌশলে পাচার করে দিচ্ছিল। বিষয়টি জানতে পেরে খুরুশকুল এলাকায় গাড়িটি আটকে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে চালভর্তি গাড়িটি (চট্র মেট্রো ট ১১-০৯৯৩) জব্দ করে থানায় নিয়ে যায়। এদিকে থানা থেকে চালভর্তি গাড়ি ছাড়িয়ে নিতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে দফারফা চলছিল গতকাল দিনভর। এমনকি গাড়ি থেকে বেশ কিছু চালও সরিয়ে নেয়া হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) রনজিত কুমার বড়–য়া গাড়ি জব্দের বিষয়টি অবহিত নন বলে জানান। যোগাযোগ করা হলে থানার পরিদর্শক (তদন্ত) কামরুল আজমও এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
উল্লেখ্য, চোরাকারবারি সাগরের নামে সরকারি খাদ্যশস্য পাচারের বেশ কয়েকটি মামলা রয়েছে।
কক্সবাজারে ত্রাণের চাল পাচার, চালভর্তি পিকআপ জব্দ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।