বান্দরবান প্রতিনিধি:

রাঙ্গামাটিতে লংগদুর উপজেলায় পাহাড়িদের চারটি গ্রামে দুই শতাধিক গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ১১টায় সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ ব্যানারে পুরাতন রাজবাড়ী মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে পাহাড়ি ছাত্রদের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, একজন মোটর সাইকেল চালকের মৃত্যুতে কেন্দ্র করে পাহাড়িদের গ্রামে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত দু:খজনক। অতীতের সাম্প্রদায়িক হামলার ঘটনা বিচার না হওয়ায় এমন ঘটনা বার বার ঘটছে।

গত ২ জুন রাঙ্গামাটির লংগদুতে ভাড়াং যাত্রী পরিবহন করা একজন মোটর সাইকেল মৃত্যুর ঘটনায় চারটি পাহাড়িদের গ্রামে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে শতাধিক বসত ঘর পুড়ে যায় এবং একজনরে মৃত্যু ঘটে বক্তরা দাবি করেন।