এম.এ আজিজ রাসেল
কক্সবাজার সদর মডেল থানায় ওসি বরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার রাত ১১ টায় মডেল থানা কম্পাউন্টে ওসি (তদন্ত) কামরুল আজমের সভাপতিত্বে ও অপারেশন অফিসার মোঃ আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কক্সবাজার একটি সম্ভাবনাময় জেলা। এই জেলার সমস্যা ও সম্ভাবনা কে চিহ্নিত করে পরিকল্পিতভাবে উন্নয়ন কাজ করা প্রয়োজন। ইতোমধ্যে এখানে অনেক মেগা প্রকল্পের কাজ দ্রুত গতির সাথে এগিয়ে যাচ্ছে। আগামী ১০ বছরে বদলে যাবে কক্সবাজারের চেহারা। তাই কক্সবাজারের পর্যটন বিকাশে মানবপাচার, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ রোধে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল বণিক, ডিআইও-১ দিদারুল আলম, সদর মডেল থানার নবাগত ওসি রনজিত বড়–য়া, বিদায়ী ওসি মোঃ আসলাম হোসেন, ট্রাফিক পুলিশের টিআই বিনয় বাবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ শাহজাহান, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি এডভোকেট আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠানে সদর মডেল থানার উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।