হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফের হ্নীলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ৩ জুন শনিবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামে এ ঘটনা ঘটে। পুকুরের পানিতে ডুবে নিহত শিশু ফায়েজা আক্তার (৭) লেদা ইবনে আব্বাস (রাঃ) আল-ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক (মুহতমিম) আলহাজ্ব মাওঃ ক্বারী শাকের আহমদের মেয়ে।
পারিবারিক সুত্রে জানা যায় দুপুরে ফায়েজা আক্তার ও তার বড় বোন বাড়ির নিকটস্থ পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। খবর পেয়ে আতœীয়-স্বজনরা দু’বোনকে উদ্ধার করে লেদা রোহিঙ্গা ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে ছোট বোন ফায়েজা আক্তারকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসার পর বড় বোন সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে। ফায়েজা আক্তার লেদা ইবনে আব্বাস নুরানীর ১ম শ্রেনীর এবং বড় বোন ৪র্থ শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে। হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করার পর বাদে মগরিব লেদা ইবনে আব্বাস (রাঃ) আল-ইসলামিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে ফায়েজা আক্তারকে দাফন করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।