জেলার আলোকিত সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও প্রযুক্তি অভিমুখী সংগঠন “স্বপ্নের সিঁড়ি”র উদ্যোগে গরীব ও দু:স্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অদ্য ০২.০৬.১৭ইং শুক্রবার জুমার নামাযের পরে কক্সবাজার পৌরসভার সামনে প্রায় ১০০জন গরীব ও দু:স্থদের মাঝে এই খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ। সভাপতি মোঃ আবছার উদ্দিন তার বক্তব্যে বলেন স্বপ্নের সিঁড়ির এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমরা প্রতি দুই মাস অন্তর অন্তর এই কর্মসূচী বাস্তবায়নে বন্ধ পরিকর। এই সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবরী, সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ সাধারণ সম্পাদক আবু ইউছুফ, অর্থ সম্পাদক রাজীব দেবদাশ, ক্রীড়া সম্পাদক প্রশান্ত মিত্র, প্রচার সম্পাদক মিথুন দাশ, আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক আসাদ কামাল তানিম। কার্যনির্বাহী সদস্য আরাফাত সাইফুল আদর, মোঃ আরিফুর রহমান রাজু, নবাগত সদস্য ইল্লু বড়–য়া, অপূর্ব রাজ, জয় চক্রবর্তী, মামুনর রশীদ, আবেদ হাসান সহ আরও অনেকে। উল্লেখ্য উক্ত খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন পর্যটন উন্নয়ন সম্পাদক এনামুল হক এবং সদস্য সচিব সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাহেদুল্লাহ।
স্বপ্নের সিড়ির উদ্যোগে গরীব ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।