নাছির উদ্দীন আল নোমান, ঈদগাঁও:
কক্সবাজার সদরের জালালাবাদে নারী নির্যাতন মামলার পলাতক আসামী সাধু সেজে পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে ঘুরাফেরা করছে। দীর্ঘ ৭ বছর সৌদিয়ায় পলাতক থাকার পর সম্প্রতি দেশে ফিরে নির্ভয়ে চলাফেরা করে আসছে।
মামলা সূত্রে জানা যায়, বিগত ২০১০ সালে বর্ণিত ইউনিয়নের মধ্যম পালাকাটা সৌদি প্রবাসী মীর আহমদের কন্যা মুর্শিদাকে একই এলাকার সুলতান আহমদের পুত্র বেলাল প্রায় কু প্রস্তাব দিয়ে আসত। কু-প্রস্তাবে রাজী না হওয়ায় বেলাল উদ্দীন ক্ষিপ্ত হয়ে দিন-দুপুরে জোর পূর্বক অপহরণ করে সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মুর্শিদার আত্মীয় স্বজন সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করার পরও না পেয়ে অপহৃতের মা হাজেরা বেগম বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং সিপি ১৩৪৪/১০। মামলার খবর পেয়ে লম্পট বেলাল উদ্দীন সে থেকে গোপনে সৌদি আরবে পালিয়ে যায়। বর্তমানে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী রয়েছে। এদিকে পলাতক আসামীকে আটক পূর্বক বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন মামলার বাদীনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।