সিবিএন
গত ৩০ মে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মোরার আঘাতে গুরুতর আহত হয়েছেন টেকনাফ বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়ার বাসিন্দা মাওলানা রফিকুল্লাহ। তার ডান পা ও বাম হাতে অস্ত্রোপাচার করা হয়েছে। তিনি বর্তমানে কক্সবাজার ফুয়াদ আল খতীব হাসাপাতালের ৫ম তলার পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন।
মাওলানা রফিকুল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের সাধারণ কেয়ারটেকার পদে চাকরী করেন। তিনি ২ সন্তানের জনক। স্বল্প বেতনের এই চাকরীর বেতনে তার চিকিৎসা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য অন্তত ৩ লাখ টাকা প্রয়োজন। মাত্র ৪ হাজার টাকা বেতনের চাকরী করে বিরাট চিকিৎসা খরচ চালানো অসাধ্য বলে আহতের স্বজনেরা জানিয়েছে।
এদিকে আহত মাওলানা রফিকুল্লাহকে শনিবার বিকালে হাসপাতালে যান ইসলামিক ফউন্ডেশন কক্সবাজার এর সহকারী পরিচালক সরওয়ার আকবর, জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর। তারা আহতের শারীরিক খোঁজ খবর নেন এবং সাধ্যমতো চিকিৎসার্থে সাহায্য করে যাওয়ার আশ্বাস দেন।
ইসলামিক ফউন্ডেশন কক্সবাজার এর উপ-পরিচালক খাজা আহমদ মিয়াজী মাওলানা রফিকুল্লাহর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার চিকিৎসার বিষয়ে হৃদয়বান ব্যক্তিদের হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান।
প্রয়োজনে মাওলানা রফিকুল্লাহর নাম্বারে (০১৮১২-৯৭২২৮৭) যোগাযোগ করা যাবে।