সংবাদদাতা
কক্সবাজার সদরের ঝিলংজা বাংলাবাজার মোক্তারকূল এলাকায় রাতের অন্ধকারে বসতঘরে ঢুকে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বাড়ীর মালিক মুহাম্মদ হোসাইন (৪৫) গুরুতর আহত হয়েছে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ( জুন) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার নিন্দা জানিয়েছে এলাকাবাসী।
আহতের স্ত্রী শাহীনা আক্তার শাহীন অভিযোগ করেন, মুন্না, শাহীন, মোস্তাফিজ, মাওলানা অনোয়ার, লাভলু, ওবায়দুল হাকিমসহ একদল লোক দরজা ভেঙে বাড়ীতে ঢুকে আমার স্বামীকে মারধর করতে থাকে। অস্ত্র উচিয়ে সবাইকে আতঙ্কিত করে ফেলে। পরে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
তার অভিযোগ, বসতভিটা দখলের জন্য চিহ্নিত দুর্বৃত্তরা অনেকবার চেষ্টা চালায়। এর আগেও একই রকম ঘটনা ঘটিয়েছিল তারা। এ বিষয়ে এলাকাবাসী অবগত।
মূলতঃ ইউপি চেয়ারম্যান টিপু সোলতানের ভাই শাহীন ও মুন্না এ ঘটনার মূল নায়ক বলে দাবী আহতের স্বজনদের।
এদিকে পবিত্র রমজানে রাতের অন্ধকারে এভাবে ন্যাক্কারজনকভাবে বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে এলাকাবাসী। তারা কোনভাবে ঘটনাটি মেনে নিতে পারছেনা। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী এলাকাবাসী ও ভুক্তভোগীদের।
বাংলাবাজারে রাতের অন্ধকারে বসতঘরে ঢুকে হামলা, আহত ১
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে