এম.জিয়াবুল হক, চকরিয়া:
চকরিয়া উপজেলার কোনাখালীর লতাবুনিয়া স্টেশনে পূর্ব শুক্রতার জের ধরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার চেষ্ঠা চালিয়ে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এঘটনা ঘটে। গুরুতর আহতের নাম জাফর আলম (২২)। তিনি কোনাখালীর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লতাবুনিয়াপাড়ার শাহ আলমের পুত্র। বর্তমানে জাফর আলম চকরিয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত জাফর আলম অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় লতাবুনিয়া বাজারে পূর্ব শুক্রতার জের ধরে জহির আহমদের নেতৃত্বে তার পুত্র শাকিল ও মুবিন ধারালো দা-কিরিচ নিয়ে অর্তকিত হামলা করে। এতে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। পরে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। জহির আহমদের সাথে দীর্ঘ দিন বিরোধের জেরে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এব্যাপারে চকরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।