কক্সবাজার উত্তর বন বিভাগের নতুন কর্মকর্তা মুহাম্মদ ইউছুপ

প্রকাশ: ৩ জুন, ২০১৭ ১২:৫০ , আপডেট: ৩ জুন, ২০১৭ ১১:৩৭

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


কক্সবাজার উত্তর বনবিভাগের নতুন বিভাগীয় কর্মকর্তা হিসেবে মুহাম্মদ ইউছুপকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী ডিএফও কেরামত আলী মল্লিক।

সিবিএন:
কক্সবাজার উত্তর বনবিভাগের নতুন বিভাগীয় কর্মকর্তা হিসেবে মুহাম্মদ ইউছুপ যোগদান করেছেন। শুক্রবার সকালে তাকে আনুষ্ঠানিক দায়িত্বভার বুঝিয়ে দেন বিদায়ী ডিএফও কেরাম আলী মল্লিক। নবাগত ডিএফও মুহাম্মদ ইউছুপ এর আগে ফুলছড়ি রেঞ্জের এসিএফ হিসেবে দায়িত্বরত ছিলেন। তার গ্রামের বাড়ী চট্টগ্রামের সন্দিপের মাইটডাঙ্গা এলাকায়। ১৯৯৩ সালে তিনি বনবিভাগে কর্মজীবন শুরু করেন। ২৪ বছর কর্মজীবনের সততা, দক্ষতার পরিচয় দিয়েছেন মুহাম্মদ ইউছুপ। নতুন দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
এদিকে অবসরপ্রাপ্ত ডিএফও কেরামত আলী মল্লিকের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা শুক্রবার বিকালে কক্সবাজার বনভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় দক্ষিণ বনবিভাগীয় কর্মকর্তা মো. আলী কবিরসহ বিভিন্ন বনবিটসহ সংশ্লিষ্ট কর্মকতা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।