ঈদে দর্শকদের সামনে অন্যরকমভাবে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী খন্দকার বাপ্পি। এশিয়ান টিভির ঈদ আয়োজনে দেশের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সম্প্রতি সম্পন্ন হয় বিজনেস ম্যান ও পলেটিক্যাল লিডার শো।

অনুষ্ঠান দুটির মূল আকর্ষণ ছিল খন্দকার বাপ্পির আয়োজনে গান ও তার সঙ্গে কোরিওগ্রাফি। প্রোগ্রাম দুটি সাজানো হয়েছিল, মূলত ঈদ আড্ডা, গেম শো নিয়ে, পাশাপাশি প্রোগ্রামটির শুরু ও শেষে খন্দকার বাপ্পির গান দিয়ে সাজানো হয়।

খন্দকার বাপ্পি তার ৪টি গান পরিবেশনা করেন, শেষ গানটিতে অতিথিদের নাচে অংশগ্রহণ করতে দেখা যায়। প্রোগ্রামটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন  সোহেল এইচ হোসেন।

খন্দকার বাপ্পি প্রোগ্রাম দুটি সম্পর্কে বলেন অনেক প্রোগ্রাম আমরা দেখি, কিন্তু এরকম ব্যতিক্রম ধর্মী প্রোগ্রাম একেবারেই দেখা যায় না, সবার প্রাণবন্ত  অংশগ্রহণে প্রোগ্রামটি অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে।