জসিম উদ্দিন টিপু,টেকনাফ:

টেকনাফে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্থ দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী-নগদ টাকা বিতরণ এবং দুর্গত এলাকা পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। জুমাবার সকাল ১১টায় শাহপরীরদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক হাজার পরিবারের মাঝে ২০কেজি করে চাল,দুইশ পরিবারের মাঝে নগদ এক হাজার টাকা প্রদান করেন। এরপর জুমার নামাজের পর প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের মাঝে ২০কেজি করে চাল ও দুইশ পরিবারের মাঝে নগদ এক হাজার টাকা প্রদান করেন। এসময় মন্ত্রীর সাথে আ‘লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম,স্থানীয় সাংসদ আব্দুর রহমান বদি,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আলম চৌধুরী রাজা,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান,জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ.এম ইউনুছ বাঙ্গালী,উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক,সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক কর্মী,প্রশাসনিক ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

টেকনাফে ২লক্ষ পিচ ইয়াবা উদ্ধার

জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

টেকনাফে ২বিজিবির জওয়ানেরা নাফনদীর কিনারায় অভিযান চালিয়ে ২লক্ষ পিচ ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত এসব ইয়াবা ব্যাটলিয়ান সদের জমা দেওয়া হয়েছে। বিজিবি সুত্র জানায়,২জুন জুমাবার ভোর রাত ৪টার দিকে দমদমিয়া বিওপির জওয়ানেরা ৪ও৫নং স্লুইচ গেইট সংলগ্ন নাফনদীর কিনারায় অভিযান চালিয়ে ৬কোটি টাকা মূল্যের ২লক্ষ পিচ ইয়াবা উদ্ধার করেন। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি। ২বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: আরিফুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন,উদ্ধারকৃত ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা দেওয়া হয়েছে। যা পরবর্তীতের উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।