অাবুল কাশেম সাগর ,রামু:
রামু চাকমারকুল ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ উন্মুক্ত বাজেট সভা চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মে সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্ষালয়ে অনুষ্ঠিত সভায় চলতি ২০১৭-১৮ অর্থ বছরে সকলের মতামতের ভিত্তিতে ৪৬ লক্ষ চৌত্রিশ হাজার ২০০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদান বলেন, খাত অনুযায়ী উক্ত বাজেট বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
উক্ত বাজেট লিপি পাঠ করেন ইউপি সচিব স্বরুপা পাল।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মাষ্টার হাফেজ অাহমেদ, ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেনির পেশাজীবী জনসাধারণ বাজেট সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।