মুহাম্মদ জুবাইর, টেকনাফ:
টেকনাফে ঘুর্নিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকা বিতরন করেছেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ।
১ জুন বৃহস্পতিবার সকালে হ্নীলা ইউনিয়নের মোচনী গ্রামে এসব নগদ টাকা বিতরণ করেন।
এছাড়াও তিনি নিজ এলাকার গোদারবিলে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকা বিতরণ করেছেন।
এসময় আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। এছাড়া টেকনাফকে দুর্গত এলাকা হিসেবে ঘোষনার দাবী জানিয়েছেন তিনি। তিনি দলবল নির্বিশেষে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর জন্য আহবান জানান। এসময় স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ আলী, বদিউর রহমান উপস্থিত ছিলেন।