আবুল আলী, টেকনাফ:
টেকনাফে ঘুর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্থ লোকজনের পাশে দাঁড়ালেন ২বিজিবি। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিজিবি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। বৃহ¯পতিবার পৌর এলাকার জালিয়াপাড়ায় ৬০টি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন ২বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: আরিফুল ইসলাম। এসময় উপ অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী, সুবেদার মোহাম্মদ আলীসহ বিজিবির বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
২বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: আরিফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষনিক ঘূর্নিঝড়ের ক্ষতিগ্রস্তদের বিষয়টি মনিটরিং করছেন। প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহায়তাও দেয়া হবে। ‘মোরা’র আঘাতে টেকনাফে ব্যাপক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে অনেক মানুষ গৃহহারা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।