সিবিএন
পবিত্র রমজান উপলক্ষে দেশের অন্যতম আধ্যাত্নিক প্রতিষ্ঠান কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) বাদে জুহর বায়তুশ শরফ প্রাঙ্গনে জেলার বিভিন্ন মসজিদ, এতিমখানা, হেফজখানা, অসহায় ও বিধবা নারীকে চনা, চিনি, চিড়া, খেসারী, পেঁয়াজ, তৈল, খেজুর, ঘি ইত্যাদি ইফতার সামগ্রী দেয়া হয়। প্রতিষ্ঠানসমূহে প্রায় ৪ টন প্যাকেটজাত ইফতার আনুষ্ঠানিকভাবে তুলে দেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক সমাজসেবায় স্বর্ণপদকজয়ী শিক্ষাবিদ আলহাজ্ব এম.এম সিরাজুল ইসলাম।
এ সময় বায়তুশ শরফ মসজিদের খতীব আলহাজ্ব মাওলানা তাহেরুল ইসলাম, বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের যুগ্ম-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম কামাল উদ্দিন, দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, উত্তরণ গৃহায়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, জিএম দেলোয়ার হোসেন, মাওলানা শফিউল আলমসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পীরে কামেল বাহারুল উলুম আলহাজ্ব মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন এর আধ্যাত্নিক পৃষ্ঠপোষকতায় বায়তুশ শরফ পরিচালিত হয়ে আসছে। ধর্মীয় কাজের পাশাপাশি সমাজসেবামূলক কাজের জন্য বায়তুশ শরফ আজ দেশব্যাপী পরিচিত।
কক্সবাজার বায়তুশ শরফে ইফতার সামগ্রী বিতরণ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে